
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রেশন দুর্নীতি মামলায় কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। বুধবার সকাল থেকে কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। যা জানা গেছে, অন্তত ১৪ জায়গায় একযোগে চলছে তল্লাশি অভিযান।
জানা গেছে বুধবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকদের একাধিক দল বেরোয়। একটি দল যায় কলকাতার বাঙুরের এক ব্যবসায়ীর বাড়িতে। মহেন্দ্র আগরওয়াল নামে ওই ব্যবয়ায়ীর সঙ্গে রেশন বণ্টন দুর্নীতিতে কী যোগ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, বাঙুর এলাকায় ওই ব্যবসায়ীর দু’টি বাড়ি আছে। দুটি বাড়িতেই চলছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন নথি। ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদও করছেন ইডি আধিকারিকরা।
এদিকে বাঙুর ছাড়াও হাওড়ার একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকেরা। পাঁচলার এক রেশন ডিলারের বাড়িতেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা। প্রথমে লোকনাথ সাহা নামে ওই ডিলারের বাড়ি যান ইডি আধিকারিকরা। তার পর তাঁকে নিয়ে তাঁর গোডাউনে হানা দেয়। আরও একটি দল উলুবেড়িয়া শহরের উত্তর জগদীশপুরে রেশন ডিলার বটকৃষ্ণ ঘোষের একাধিক গোডাউনে হানা দিয়েছে। এর পাশাপাশি জগৎবল্লভপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসেও হানা দেয় ইডি।
প্রসঙ্গত, রেশন মামলায় গত সেপ্টেম্বরেও রাজ্যের সাত জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। একাধিক চালকলে হানা দেন ইডি আধিকারিকরা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও